ইংরেজি জানার প্রয়োজনীয়তা ও শেখার উপায়

admin Avatar

ইংরেজি জানা কেন দরকার?

★★★ ইঞ্জিনিয়ারদের বেশীরভাগ কাজ বিভিন্ন যন্ত্রপাতির সাথে, সেগুলো আসে দেশের বাইরে থেকে, সেগুলোতে যে ম্যানুয়াল থাকে তাতে ঐ দেশের ভাষা + ইংরেজি ভাষা দুটি লিখা থাকে, তখন আমাদের ইংরেজিটা জরুরী হয়ে যায়।
• B.Sc. করার ক্ষেত্রে সম্পূর্ণ ইংরেজি, সেজন্যও ইংরেজি দরকার।
• বিদেশে উচ্চ শিক্ষা নিতেও ইংরেজি প্রয়োজন।
• চাকুরির পরীক্ষাতেও ইংরেজি বিশেষভাবে প্রয়োজন।
• দেশের বিভিন্ন শিল্পকারখানা + প্রজেক্টে, বাহিরের দেশের লোকের থাকে তাদের সাথে কথা বলতে ইংরেজির প্রয়োজন…….
• ইংরেজির প্রয়োজন বলে শেষ করা যাবেনা…!

“আমরা তো ইংরেজিতে দূর্বল”
★★★ পলিটেকনিকে ২য় সেমিস্টারের পর আর ইংরেজি নেই, তবে কীভাবে ইংরেজিতে দক্ষ হবে শিক্ষার্থীরা? উত্তরঃ আমি বলবো প্র্যাকটিস ব্যতিত কোন বিষয়েই দক্ষ হওয়া যায় না, সেজন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

★★★ কীভাবে প্র্যাকটিস করবো? উত্তরঃ ইংরেজিকে যদি আমরা ভাষা হিসেবে চিন্তা করি তবে খুব সহজেই আমরা আয়ত্বে আনতে পারবো, নিয়মিতো ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে, ভুলতো হবেই, ভুল থেকেই শেখার শুরু হবে, বন্ধুদের সাথে কথা বলার সময় ভাঙা ভাঙা দু’একটা শব্দ বলতে বলতে এক সময় হয়ে যাবে, তবে শুরুটা করতে হবে।

আমরা যখন চ্যাটিং করি, তখন ইংরেজি করার অভ্যাস করতে পারি। সপ্তাহে একটি ইংরেজি পত্রিকা নিলে সারা সপ্তাহ সেটি পড়তে পারি, তাহলে কিছুটা হলেও কাজে লাগবে। English Movie দেখা যেতে পারে…. ইংরেজি শেখাটা সাইকেল চালানো শেখার মতো, যতবার পড়ে যাবো, আটকে যাবো, ততটা ভালো শেখা হবে….. শেষ কথা হলো ইচ্ছে থাকলে উপায় হয়।
– মোঃ তৌহিদুজ্জামান

Tagged in :

admin Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *